1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
সেমিফাইনালে বাংলাদেশ - বাংলা টাইমস
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৩:২৮ অপরাহ্ন

সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

ক্রিকেটের পর কাবাডিতেও ইংল্যান্ডকে হারিয়ে দিলো বাংলাদেশ। ইংলিশদের ৫৫-২৭ পয়েন্টে উড়িয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে সবার আগে সেমিফাইনালে উঠেছে তুহিন তরফদারের দল। টুর্নামেন্টে এটি লাল-সবুজের দলের টানা চতুর্থ জয়।

 

আসরে প্রথম ম্যাচে পোল্যান্ড, দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা ও তৃতীয় ম্যাচে নেপালকে হারিয়েছে টুর্নামেন্টের টানা দুবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। শুক্রবার (১৭ মার্চ) শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে দুর্দান্ত খেলে ম্যাচসেরার পুরস্কার হাতে তুলেছেন মিজানুর রহমান। ১৪, ১৮, ২৬ মিনিটে স্বাগতিকরা লোনা পায়।

ম্যাচের একদম শুরুতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিলেও অভিজ্ঞ বাংলাদেশের কাছে পরে পাত্তাই পায়নি ইংলিশ দল। ছয় মিনিটের মাথায় ঘটে অঘটন। প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ট্যাকল দিতে গিয়ে রাসেল হাসান ও রোমান হোসেনের মাথায় সংঘর্ষ হয়। এতে দুজনই রক্তাক্ত হন। রাসেল হেটে ম্যাট ছাড়লেও রোমান অজ্ঞান হয়ে যান। স্ট্রেচারে করে তাকে ম্যাটের বাইরে নেয়া হয়।

প্রথমার্ধে প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। স্পষ্ট ব্যবধানে এগিয়ে যায় দ্রুতই। ২৯-১০ পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টাই করতে পারেনি ইংল্যান্ড। আরও প্রাধান্য বিস্তার শুরু করে তুহিনের দল। শেষপর্যন্ত বড় হারই দেখে ইংলিশরা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট