1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চলবে বিশেষ অভিযান - বাংলা টাইমস
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০২:৪৭ অপরাহ্ন

রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চলবে বিশেষ অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বিশেষ অভিযান চলবে। রোজায় বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার অধিদপ্তর অনেকগুলো কমিটি গঠন করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও মাঠে কাজ করবে।

 

শুক্রবার (১৭ মার্চ) বিকালে শরীয়তপুরের ডামুড্যা উপজেলা মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত ডিজিটাল পল্লী স্মার্ট ভিলেজ এক্সপ্রো ২০২৩ মেলার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে নিত্যপণ্যের যথেষ্ট মজুদ রয়েছে। রমজান মাসে দ্রব্যমূল্য বাড়ার কোন কারণ নাই। এরপরে যদি কোন ব্যবসায়ী বেশি মুনাফার আশায় পণ্য মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করার অপচেষ্টা করে তাহলে সরকার তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে।

মেলায় আরও উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক মো. আক্তার হোসেন, ই-ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, বানিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। এসয় সভাপতিত্ব করেন ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট