1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
৬ষ্ঠ ও ৭ম শ্রেণির কোন পরীক্ষা নেওয়া যাবে না! - বাংলা টাইমস
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৩:২৫ অপরাহ্ন

৬ষ্ঠ ও ৭ম শ্রেণির কোন পরীক্ষা নেওয়া যাবে না!

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির নতুন শিক্ষাক্রম ২০২৩ মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে নতুন নির্দেশনা দিয়েছে। তাতে বলা হয়েছে, এই দুই শ্রেণিতে কোনো ধরনের মডেল টেস্ট বা পরীক্ষা নেওয়া যাবে না। এর ব্যতয় ঘটালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

সোমবার (১৩ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পরিচালক (মাধ্যমিক) প্রফেসর বেলাল হোসাইন সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

নতুন শিক্ষাক্রমে পরীক্ষা নির্ভরতা কমিয়ে শ্রেণিভিত্তিক মূল্যায়নের ওপর জোর দিতে চলতি বছর থেকে মাধ্যমিক পর্যায়ের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রম চালু করা হয়। এরমধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু, দেশের বিভিন্ন জায়গা থেকে এ দুটি শ্রেণিতে পাঠদান করাতে শিক্ষকদের বিরুদ্ধে নানা অভিযোগ আসছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে অন্যান্য শ্রেণির মতো এখানেও মডেল টেস্ট বা পরীক্ষা নেওয়া প্রস্তুতি চলছে।

এসব অভিযোগ সামনে আসার পর সারাদেশে মাঠ পর্যায়ে শিক্ষক-কর্মকর্তাদের কঠোর বার্তা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট