বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এই সরকার বিএনপির আন্দোলনে ভীত। সরকারের পদত্যাগ ছাড়া আগামী নির্বাচন হতে দেয়া হবে না। দেশে কোনো গণতন্ত্র নেই। ১০ দফা দাবি আদায়ের মধ্য দিয়েই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে।
শনিবার (১১ মার্চ) দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে বাড্ডায় ঢাকা মহানগর উত্তর বিএনপির মানববন্ধনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সরকারের বিদায় যত দ্রুত হবে পরিস্থিতির তত উন্নতি হবে, তাই দ্রুত সরকারের পতন ঘটাতে হবে।
সরকার বিএনপির প্রতিটি সমাবেশে বাধা দিয়েছে দাবি করে তিনি বলেন, দেশের জনগণ এই সব অপশক্তি ও ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে আমাদের সমাবেশ সফল করেছে। আগামী ১৮ মার্চ সারা দেশের সকল মহানগরীতে বিএনপি সমাবেশ করবে বলেও জানান তিনি।
Leave a Reply