1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা - বাংলা টাইমস
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৩:৪১ অপরাহ্ন

পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

মোঃ মশিউর রহমান, টাঙ্গাইল
  • প্রকাশের সময় : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

টাঙ্গাইল জেলা পুলিশের পরিচালনায় পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ লাইন্স মাঠে শুক্রবার (১০ মার্চ) বিকালে অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা। এরপর জাতীয় পতাকা উত্তোলন, বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল সদর (৫) আসনের সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন ও পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

 

বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীগদের অংশ গ্রহণে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন তারা। এরপর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর (৫) আসনের সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন।

পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি ছিলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ টাঙ্গাইলের বিভাগীয় কর্মকর্তা পুনাকের সভানেত্রী আয়েশা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের পুলিশ সুপার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সরকার মোহাম্মদ কায়সার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ’সহ অন্যান্য সুধীজন।

এ সময় আরও উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুদ্দিন, মোহাম্মদ সরোয়ার হোসেন, আব্দুল্লাহ আল মামুন, ডিএসবি’র ডি আই ও ওয়ান মোঃ হারেচ আলী মিয়া, সদর থানার ওসি আবু সালাম, পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদের, পুলিশ লাইনস্ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা খন্দকার প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট