1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
গুলিস্তানে বিস্ফোরণ/ চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু - বাংলা টাইমস
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৩:৪৬ অপরাহ্ন

গুলিস্তানে বিস্ফোরণ/ চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজধানীর গুলিস্তানে ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মির্জা আজম (৩৬) মারা গেছেন। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ২৪ জনের মৃত্যু হলো। শনিবার (১১ মার্চ) সকাল পৌনে দশটায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয়। ওই ব্যক্তির শরীরে ৮০ শতাংশ দগ্ধ ছিল। বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সমন্ত লাল সেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিলো তাকে। শ্বাসনালীসহ তার শরীরে ৫৫ শতাংশ পুড়ে গিয়েছিলো। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার।

নিহত আজম পটুয়াখালীর বাউফল উপজেলার শাহজাহান মির্জার ছেলে। কর্মসূত্রে রাজধানীর মগবাজার মধুবাগ এলাকায় বসবাস করতেন। আজম বাংলাদেশ স্যানিটারি এন্টারপ্রাইজ নামের একটি দোকানে চাকরি করতেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার সিদ্দিকবাজারের একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ ১১ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

বুধবার দিনগত রাতে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। এরপর বৃহস্পতিবার রাতে ইয়াসিন নামে একজন মারা যান। আরও একজন মারা গেলেন আজ। বাকি সাতজন চিকিৎসাধীন। তাদের মধ্যে একজন আইসিইউতে।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৫টার দিকে গুলিস্তানের সিদ্দিকবাজারে একটি ৭তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। বিস্ফোরণের হতাহতের ঘটনায় এ পর্যন্ত বংশাল থানায় ২টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলা দুটি করেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট