1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
ইমরান খানের গ্রেফতারি পরোয়ানা স্থগিত! - বাংলা টাইমস
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০২:১৫ অপরাহ্ন

ইমরান খানের গ্রেফতারি পরোয়ানা স্থগিত!

বাংলা টাইমস ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রধান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য একটি প্রেফতারি পরোয়ানা দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। এতে প্ররোচনামূলক বক্তৃতা মামলায় সাময়িক সাময়িক স্বস্তি পেলন ইমরান খান।

 

পাকিস্তানের বেলুচিস্তান হাইকোর্ট (বিএইচসি) স্থানীয় সময় শুক্রবার (১১ মার্চ) এই স্থগিতাদেশ দেন। সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ইমরানের বিরুদ্ধে কোয়েটা নগর এবং দায়রা আদালতের বিচারক বৃহস্পতিবার ওই পরোয়ানা জারি করেছিলেন।

গ্রেফতারের সেই নির্দেশের বিরুদ্ধে হাই কোর্টে আবেদন জানিয়েছিলেন ইমরান খান। সেই আবেদন মঞ্জুর করেছে হাই কোর্ট। আদালতের আদেশ অনুযায়ী পিটিআই চেয়ারম্যানকে গ্রেফতার করতে কোয়েটা পুলিশের একটি দল লাহোরে এসছে। এর মধ্যেই এমন স্থগিতাদেশ এলো।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী পদে থাকাকালীন বিদেশি রাষ্ট্রনেতাদের কাছ থেকে পাওয়া উপহার বেআইনি ভাবে বিক্রি করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। গত অক্টোবরে পাক পার্লামেন্টের নিম্নকক্ষ ‘ন্যাশনাল অ্যাসেম্বলি’ থেকে ইমরানকে বরখাস্ত করে দেশেটির নির্বাচন কমিশন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট