সাভারে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ১৬ জন আহত হয়েছেন। শুক্রবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। ডিইপিজেডের ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. জহিরুল ইসলাম এনটিভিকে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আশুলিয়ার গনকবাড়িতে অবস্থিত বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানে নির্মাণ কাজ চলছিল। সেখানে ১০ম তলার ছাদে বিম ঢালাইয়ের সময় তার কিছু অংশ ধসে পড়ে। ফলে অনেকে আহত হন। হঠাৎ বিকট শব্দে আমি নিজেই আমাদের চারটি ইউনিট নিয়ে সেখানে যায়। এ ছাড়া জিরাবো থেকে আরও দুটি ইউনিট আমাদের সঙ্গে যোগ দেয়।
মো. জহিরুল ইসলাম আরও বলেন, এই ঘটনায় ১৬ জন আহত হয়েছেন। আমরা আহতদের উদ্ধার করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিয়ে যাই। সেখানে তারা চিকিৎসাধীন।
Leave a Reply