আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমার ধারণা শনিবার স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে ময়মনসিংহের এই সার্কিট হাউজ ময়দানে । এই সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংকটের কথা বলবেন, সমাধানের কথা বলবেন। সমস্যার কথা বলবেন এবং উত্তরণের উপায় সম্পর্কে বলবেন। সংকট সমাধোনে করণীয় নিয়ে আগামী দিনের জন্য বার্তা দিবেন।
শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহের সার্কিট হাউজ ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী এই মহাসমাবেশ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য বার্তা দিবেন। অবশ্যই তিনি আওয়ামী লীগের দুর্গ এই ময়মনসিংহে নৌকার পক্ষে জনগণের সমর্থনের বিষয়টি জনগণের কাছ থেকে আশ্বস্ত হতে চাইবেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ময়মনসিংহে যা উন্নয়ন হয়েছে তার কোন তুলনা নেই। ময়মনসিংহে যেদিকে যান সেদিকেই উন্নয়ন। এই ময়মনসিংহ এখন আলোকিত ময়মনসিংহ, গ্রেটার ময়মনসিংহে এই উন্নয়নটা হয়েছে। মানুষ চোখের সামনেই দেখছে উন্নয়ন। উন্নয়ন তো কোন ঢেকে রাখার বিষয় নয়। আমাদের অর্জন সবকিছুই জনগণের চোখের সামনে দৃশ্যমান। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ করা হবে। সেটাই হবে নির্বাচনের মূল বার্তা। শেখ হাসিনা মূল লক্ষ্য এখন উন্নয়ন নয়, এখন একটাই কাজ মানুষকে বাঁচানো। এসময় কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদসহ দলীয় নেতৃবৃন্দ সাথে ছিলেন।
Leave a Reply