1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
রমজানের আগেই চড়া সব পণ্যের দাম - বাংলা টাইমস
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৩:৫৩ অপরাহ্ন

রমজানের আগেই চড়া সব পণ্যের দাম

অর্থনৈতিক প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

রমজান শুরুর আগেই বাজারে সব পণ্যের দাম চড়া। বেড়েছে মাছ-মাংস, সবজি, খেজুরের দাম। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে ডাল, ছোলা, চিনি, আদা, রসুন। পণ্যের ঊর্ধমূখি সূচকে বিপাকে সাধারণ মানুষ।

 

বাজারে সবজির আমদানি বেশ ভালো। কিন্তু বিপত্তি কিনতে গেলে- ৭০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না কোনো সবজিই। কেজিপ্রতি ঢেড়শ ১শ, করলা ১শ, পটল ১শ ও সজনে ডাটা ২শ টাকা, এক হালি লেবু ৬০ থেকে ৮০ টাকা আর একটি লাউ ৮০ টাকায় ঠেকেছে।

এই পরিস্থিতিতে সবজি খেয়ে বাঁচাও মুশকিল হয়ে উঠেছে, বলছেন নিম্নবিত্ত মানুষেরা। ইলিশের গায়ে তো হাত দেয়ার সুযোগ কম। অন্য মাছের দামও বাড়তি। ক্রেতারা বলছেন, মাছেভাতে বাঙালীর পাতে এখন প্রতি বেলায় মাছ জোটা ভাগ্যের বিষয়।

আগের বাড়তি দামেই গরুর মাংস সাড়ে ৭শ, আর খাশির মাংস ১১শ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আরেক দফা বেড়ে ব্রয়লার ২৬০ টাকা আর কক মুরগি হাঁকা হচ্ছে ৩৮০ টাকা।

বাজারে আসা ক্রেতারা বলছেন, মাংসের চাহিদা মেটাতে যারা ব্রয়লার মুরগির ওপরেই ভরসা করতেন চোখ বন্ধ করে তারাও এখন দিশেহারা।

সব ধরনের খেজুরের দাম প্রকারভেদে কেজিতে ২শ থেকে ৩শ টাকা বাড়ার কথা জানান ব্যবসায়ীরা। ন্যূনতম চাহিদা মেটাতেও হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। আয়-ব্যয়ের হিসাব মিলছে না তাদের। আদা, রসুন, পেঁয়াজ, ডাল, ছোলাও আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট