ঢাকার বেইজমেন্ট ভিত্তিক ভবন জরিপ শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। ১৮ মার্চ জরিপের রিপোর্ট দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। কথার সঙ্গে কাজের মিল না থাকলে ভবন মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার সতর্কবার্তা দিয়েছে রাজউক।
কর্মকর্তারা বলেছেন, সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ওই ভবনের মালিক ১০ তলার অনুমোদনের জন্য আবেদন করলেও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি। রেজিস্ট্রারে নাম থাকা ওই ভবনের মূল নথি খুঁজছে রাজউক।
গুলিস্তানে ভবনে বিস্ফোরণের ঘটনায় এই পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের পরই উদ্ধারকাজে অংশ নেয় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থল থেকে আহতদের হাসপাতালে নেওয়ার কাজ করেছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়রাও উদ্ধারকাজে সহায়তা করেন।
এর আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দু’জন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ভবন মালিক দুই ভাইয়ের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রমাণ মিলেছে। তারা নিয়ম বহির্ভূতভাবে এবং অনুমতি ছাড়াই ওই ভবনের বেজমেন্টে স্যানিটারির শো-রুম ভাড়া দিয়েছেন। সেখানে ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা রাখা হয়নি। বেশ কিছু বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
ভবনে বিস্ফোরণের ঘটনায় এর আগে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়। পুলিশ বাদী হয়ে বুধবার রাতে রাজধানীর বংশাল থানায় মামলাটি দায়ের করে।
Leave a Reply