1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
বন্য হাতি রক্ষার আহবান বন মন্ত্রীর - বাংলা টাইমস
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০২:০৫ অপরাহ্ন

বন্য হাতি রক্ষার আহবান বন মন্ত্রীর

রাঙ্গামাটি প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

বন্য হাতি রক্ষার আহবান জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বন্য হাতির আবাসস্থল যাতে ক্ষতিগ্রস্থ না হয় সেদিকে লক্ষ্য রেখে মানুষের দ্বন্ধ নিরসন করে বন্ধুত্বপূর্ণ অবস্থান তৈরী করতে হবে।

 

শুক্রবার (১০ মার্চ) রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় বন্য হাতি ও মানুষের দ্বন্ধ নিসরনে সোলার ফেন্সিং প্যানেলের উদ্বোধন ও কাপ্তাই ন্যাশানাল পার্কে বন্য হাতির আক্রমনে নিহত ও ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বন্য হাতির আবাসস্থল আবাসস্থল ধ্বংস করার কারনে বনের হাতিরা খাবার না পেয়ে লোকালয়ে চলে আসে। তাই বন্য হাতির আবাসস্থলকে নিরাপদ রাখার পাশাপাশি বনের মধ্যে হাতির খাবার তৈরীর ব্যবস্থা করতে হবে। হাতি যে খাবার গুলো খায় সেই সকল গাছ রোপন করার নির্দেশনা প্রদান করেন মন্ত্রী।

রাঙ্গামাটি অঞ্চলের বন সংরক্ষক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমির হোসাইন চৌধুরী, চট্টগ্রাম অঞ্চলের প্রধান বন সংরক্ষক বিপুল চন্দ্র দাস, রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ, সিএমসি কমিটির সভাপতি বাবুল আক্তার, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু সালেহ মো. শোয়েব খান প্রমুখ।

পরে কাপ্তাই উপজেলায় বন্য হাতির আক্রমনে নিহত ও ক্ষতিগ্রস্থ ১৫টি পরিবারের মাঝে ৬ লক্ষ ২০ হাজার টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়।

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট