“স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দূর্যোগ প্রস্তুতি সবসময়” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। শুক্রবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবস উপলক্ষে এক র্যালি উপজেলা সদরের মুল সড়ক প্রদক্ষিন করে।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এম এম আশিক রেজার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুধিজন র্যালি আলোচনা সভায় অংশ গ্রহন করেন।
Leave a Reply