দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেছেন, সরকারের ডেল্টা প্লান বাস্তবায়ন হলে দেশে বন্যা, খরা, ঘুর্ণিঝড়সহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা আরও সহজ হবে।
শুক্রবার (১০ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, দেশের যে কোনো দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনী, বিমান বাহিনী, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থা একসাথে কাজ করছে। জেলা পর্যায়ে ৬৫টি গুদাম তৈরির মাধ্যমে দুর্যোগ কবলিতদের মাঝে সহায়তা দিচ্ছে সরকার।
দুর্যোগে ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার, চালসহ বিভিন্ন সহায়তা প্রদানসহ টিন ও গৃহনির্মাণ বাবদ সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এ ছাড়া, বজ্রপাত মোকাবিলায় অত্যাধুনিক সিগনাল সিস্টেম চালু হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। রাজধানীতে যে ভবন গুলো পুরোনো সেগুলোর সহনীয়তা যাচাই করে ব্যবস্থা নেওয়া হলে ভূমিকম্পের ঝুঁকি কমানো যাবে বলেও মন্তব্য করেছেন দুর্যোগ প্রতিমন্ত্রী।
Leave a Reply