নাইজেরিয়ার লাগোসের ইকেজা এলাকায় রেল ক্রসিংয়ে একটি দ্রুতগামী ট্রেনর সঙ্গে শ্রমিকবাহী বাসের সংঘর্ষে ৬ জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছে বহু মানুষ । ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে গুরুতর আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
দেশটির জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানায়, বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে ৯০ জন শ্রমিককে নিয়ে কাজের জায়গায় নিয়ে যাচ্ছিল লাগোস স্টেট বিআরটি স্টাফ বাসটি । ইকেজার শোগুনলে এলাকায় রেল ক্রসিং পারাপার করার সময় একটি দ্রুত গতির ট্রেন বাসটির মাঝামাঝি জায়গায় ধাক্কা দেয় । ঘটনাস্থলেই ৬ শ্রমিকের মৃত্যু হয় । পরে স্থানীয় পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে । লাগোস রাজ্যের গভর্নর বাবাজিদে সানও-ওলু দুর্ঘটনায় নিহতদের জন্য তিন দিনের শোক ঘোষণা করেছেন ।
সম্প্রতি দুর্ঘটনা এড়াতে দেশটিতে বিভিন্ন আইন ও জরিমানা কার্যকর করা হয়েছে। তবুও ট্রাফিক আইন মানতে যানবাহন চালকদের মাঝে অনীহা দেখা যায়।
Leave a Reply