রাজধানীর গুলিস্তানে ভবনে বিস্ফোরণের ঘটনায় আহত ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন এ তথ্য জানান।
তিনি বলেন, বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৮ জনের মধ্যে দুইজন সুস্থ হওয়ার পথে। বাকি ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
৭ মার্চ গুলিস্তানের সিদ্দিকবাজারে একটি ৭তলা ভবনে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গত ৯ মার্চ ভবন মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেপ্তারকৃতরা হলো- ওয়াহিদুর রহমান, মতিউর রহমান এবং মোতালেব মিন্টু। এরমধ্যে ওয়াহিদুর এবং মতিউর সম্পর্কে ভাই। তারা বিস্ফোরণ হওয়া ওই ভবনটির মালিক। আর মিন্টু ওই ভবনের বেজমেন্টে থাকা ‘বাংলাদেশ সেনিটারি’ নামের দোকানের মালিক।
এ ছাড়া বিস্ফোরণের ঘটনায় পুলিশ বাদী হয়ে বংশাল থাকায় দুটি মামলা করেন। এরমধ্যে অবহেলার অভিযোগ এনে করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ এপ্রিল দিন ধার্য করেছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম।
Leave a Reply