রাজধানীর গুলিস্তানে ভবনে বিস্ফোরণের ঘটনায় অবহেলার অভিযোগ এনে মামলা করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অজ্ঞাতদের আসামি করে বংশাল থানায় মামলাটি করা হয়। শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) জাফর হোসেন এ তথ্য জানিয়েছেন।
জাফর হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বংশাল থানায় মামলা হয়েছে। তদন্তে কারও অবহেলা কিংবা গাফিলতির প্রমাণ পেলে তাকে গ্রেপ্তার করা হবে।
জানা যায়, ভবনের গ্যাস সংযোগ ও নকশাসহ কী কী গাফিলতি হয়েছে তা তদন্ত করা হচ্ছে। গাফিলতিতে ভবন মালিকসহ সংশ্লিষ্টদের কোনো দায় আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় এর আগেও একটি মামলা করেছিল পুলিশ। ওইসময় অপমৃত্যুর অভিযোগ আনা হয়। ওই মামলায়ও কাউকে সুনির্দিষ্টভাবে আসামি করা হয়নি। মামলাটি এখনও থানা পুলিশ তদন্ত করছে।
Leave a Reply