1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
গুলিস্তানে বিস্ফোরণ/ অজ্ঞাত আসামি করে আরও এক মামলা - বাংলা টাইমস
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৩:০২ অপরাহ্ন

গুলিস্তানে বিস্ফোরণ/ অজ্ঞাত আসামি করে আরও এক মামলা

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজধানীর গুলিস্তানে ভবনে বিস্ফোরণের ঘটনায় অবহেলার অভিযোগ এনে মামলা করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অজ্ঞাতদের আসামি করে বংশাল থানায় মামলাটি করা হয়। শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) জাফর হোসেন এ তথ্য জানিয়েছেন।

 

জাফর হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বংশাল থানায় মামলা হয়েছে। তদন্তে কারও অবহেলা কিংবা গাফিলতির প্রমাণ পেলে তাকে গ্রেপ্তার করা হবে।

জানা যায়, ভবনের গ্যাস সংযোগ ও নকশাসহ কী কী গাফিলতি হয়েছে তা তদন্ত করা হচ্ছে। গাফিলতিতে ভবন মালিকসহ সংশ্লিষ্টদের কোনো দায় আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় এর আগেও একটি মামলা করেছিল পুলিশ। ওইসময় অপমৃত্যুর অভিযোগ আনা হয়। ওই মামলায়ও কাউকে সুনির্দিষ্টভাবে আসামি করা হয়নি। মামলাটি এখনও থানা পুলিশ তদন্ত করছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট