1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
প্রতিবাদের মডেল ফুলপরী - বাংলা টাইমস
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০২:৫৯ অপরাহ্ন

প্রতিবাদের মডেল ফুলপরী

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

ফুলপরী। কদিন আগেও যার নাম পরিচয় জানতো না কেউ। নিরীহ সাদাসিধে মেয়েটি অন্যায়ের প্রতিবাদ করেই আজ সে অনন্য এক সাহসী নারী। ইসলামী বিশ্ববিদ্যালয়ের নির্যাতনের শিকার ফুলপরী জানান, ভয়কে জয় করে সাহসের সঙ্গে প্রতিবাদ করলেই এগিয়ে আসে সবাই। সাধারণ শিক্ষার্থীদের কাছে ফুলপরী হয়ে উঠে এক প্রতিবাদের মডেল।

 

পাবনার ছোট্ট গ্রাম শিবপুর। এই গ্রামেই জন্ম ফুলপরীর। ভ্যানচালক বাবা অর্থনৈতিক স্বচ্ছলতা না দিতে পারলেও ছেলেমেয়েদের দিয়েছেন শিক্ষার আলো।

সেই শিক্ষার আলোয় দারিদ্রতাসহ নানা বাধা পেরিয়ে ফুলপরী ভর্তি হন ইসলামী বিশ্ববিদ্যালয়ে। স্বপ্ন তার অনেক পথচলার কিন্তু স্বপ্ন একদিন দেখা দেয় দু:স্বপ্ন হয়ে। বিশ্ববিদ্যালয়ে এসে শাখা ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরা ও তাদের অনুসারীদের দ্বারা নির্যাতনের শিকার হয় সে।

ফুলপরী বলেন, “অন্যায়ের প্রতিবাদ আমি সবসময়ে করি, আর এটা না করলে হয়তো ভবিষ্যতে আর কোনো মেয়ে প্রতিবাদ করার সাহস পাবে না।”

ফুলপরী প্রতিবাদ করেন অন্যায়ের। প্রথমে আওয়াজ তোলেন একা। এরপর তার প্রতিবাদে কণ্ঠ মেলায় সারাদেশ। শাস্তি পায় নির্যাতনকারীরা।

ফুলপুরীর বাবা বলেন, “আমার মেয়ের উপর যা হয়েছে তা যেন আর কোনো মেয়ের বেলায় এটা না হয় এ জন্য আমরা প্রতিবাদ করি।”

শিক্ষার্থীরা জানান, ফুলপরীর সাহসিতাকে ধন্যবাদ জানাই। তার মতো সবাই প্রথমেই রুখে দাঁড়াক অন্যায়ের বিরুদ্ধে। এটা থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয় বা আমাদের বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আমরা যারা থাকি তাদের জন্য শিক্ষামূলক ব্যাপার। এরকম র‌্যাগিংয়ের শিকার যেন আর কেউ না হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট