1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মজনু গ্রেফতার - বাংলা টাইমস
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০২:১১ অপরাহ্ন

ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মজনু গ্রেফতার

মোঃ মশিউর রহমান, টাঙ্গাইল
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৩০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

টাঙ্গাইল জেলার চারটি খুনসহ ডাকাতি ও অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মো. মজনুকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। গ্রেফতারকৃত মোঃ মজনু মিয়া (৪২) টাঙ্গাইল সদর উপজেলার খোর্দ্দ যোগনী গ্রামের আয়নাল হক এর ছেলে।

 

শুক্রবার (৩ মার্চ) ভোরে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানাধীন সায়দাবাদ এলাকা তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মজনুর বিরুদ্ধে চারটি হত্যা মামলাসহ একটি ডাকাতি এবং একটি অস্ত্র মামলা রয়েছে। ওই মামলা গুলোতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইল র‌্যাব-১৪, সিপিসি-৩ এর কোম্পানী অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের (পিপিএম) প্রেসবিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেসবিজ্ঞপ্তিতে জানা যায়, র‌্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইল র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ি থানাধীন সায়দাবাদ এলাকা হতে টাঙ্গাইল জেলার চারটি খুনসহ ডাকাতি ও অস্ত্র মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক সন্ত্রাসী মো. মজনুকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মজনু এলাকায় বিভিন্ন সময়ে চাঁদাবাজি সহ সন্ত্রাসী নাশকতা, খুন, অপহরণ, ধর্ষণসহ নানাবিধ অপরাধে জড়িত ছিল। মজনুর বিরুদ্ধে চারটি হত্যা মামলাসহ একটি ডাকাতি এবং একটি অস্ত্র মামলা রয়েছে। ওই মামলা গুলোতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জায়গায় নিজের পরিচয় গোপন করে গাঁ ঢাকা দিয়ে পালিয়ে ছিল গ্রেফতারকৃত মজনু। এজাহারনামীয় আসামীকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করার নিমিত্তে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলেও প্রেসবিজ্ঞপ্তি মাধ্যমে জানা গেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট