1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
সরকারি হাসপাতালেই চিকিৎসকদের চেম্বার, ফি ৩০০ টাকা - বাংলা টাইমস
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৩:৪৪ অপরাহ্ন

সরকারি হাসপাতালেই চিকিৎসকদের চেম্বার, ফি ৩০০ টাকা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

সরকারি হাসপাতালেই শুরু হচ্ছে চিকিৎসকদের প্রাইভেট চেম্বার। যা শুরু হবে আগামী ১ মার্চ থেকে। ইনস্টিটিউশনাল প্র্যাকটিসের নামে এই ব্যবস্থায় চিকিৎসক অফিস সময়ের পর নিজ কর্মস্থলেই রোগী দেখবেন। এ জন্য সর্বাচ্চ ৩০০ টাকা আর সর্বনিম্ন ফি ধরা হয়েছে ১৫০ টাকা। স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত এ সংক্রান্ত কমিটির নীতিমালায় এসব প্রস্তাব করা হয়েছে।

 

কমিটির প্রধান সাইদুর রহমান বলেন, ‘রোগীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

সরকারি হাসপাতালে সকাল ৮ থেকে দুপুর ২টা পর্যন্ত রোগী দেখেন চিকিৎসকরা। এ সময়টাতে দেশের সব সরকারি হাসপাতালে রোগীদের দীর্ঘ লাইন থাকে। এরপরও অনেকে চিকিৎসকের দেখা পান না।

তাই সাধারণ মানুষকে চিকিৎসা সেবায় কিছুটা স্বস্তি দিতে সরকারি হাসপাতালেই এবার চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের ব্যবস্থা করছে সরকার।

আগামী মার্চ মাসের ১ তারিখ থেকে শুরু হবে এই কার্যক্রম। এ ব্যবস্থাকে বলা হচ্ছে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস। এর ফলে চিকিৎসক তার অফিস সময়ের পর নিজ কর্মস্থলে বসে রোগী দেখবেন। এতে সাধারণ মানুষের ভোগান্তি কমবে বলে মনে করেন চিকিৎসক এবং রোগীরা।

এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ২০ সদস্যের একটি কমিটি করেছে। কমিটির প্রধান স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান বলেন, ‘চিকিৎসকরা কয়টা থেকে কয়টা পর্যন্ত রোগী দেখবেন, ফি কত হবে- সব বিষয় নিয়ে একটি প্রস্তাবিত নীতিমালা করা হয়েছে। খসড়া নীতিমালা অনুযায়ী জেষ্ঠ্য চিকিৎসকদের ফি ৩০০ টাকা ও কনিষ্ঠ চিকিৎসকদের ফি ১৫০ টাকা ধরা হয়েছে।

জানা যায়, প্রাথমিকভাবে উপজেলা পর্যায়ে ৫০টি, জেলায় ২০টি, বিভাগে ৮টি ও বিশেষায়িত ৫টি সরকারি হাসপাতালে প্রাইভেট চেম্বার চালু হবে।

আর আগামী আগস্টের মধ্যে দেশের সব সরকারি হাসপাতালে প্রাইভেট চেম্বার চালু করার পরিকল্পনা করছে মন্ত্রণালয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট