1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
একুশে বইমেলায় বোমা হামলার হুমকি - বাংলা টাইমস
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০২:৫৪ অপরাহ্ন

একুশে বইমেলায় বোমা হামলার হুমকি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়েছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। এছাড়া পুলিশ সদর দপ্তর ও একইভাবে হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ থানায় এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

 

বৃহস্পতিবার ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসময় তিনি বলেন, হামলার হুমকির বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বরাবর একটি উড়ো চিঠি আসে। জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের নামে চিঠিটি আসে। বাংলা একাডেমির পক্ষ থেকে শাহবাগ থানায় একটি জিডি করা হয়েছে। ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমকে (সিটিটিসি) বিষয়ে তদন্ত করবে বলেও জানানো হয়েছে।

হুমকির বিষয়ে তিনি বলেন, বাংলা একাডেমি সংশ্লিষ্টদের পরে বোমা হামলা করা হবে। যাত্রাবাড়ীর বিভিন্ন হোটেলে দেহব্যবসা হয়, অথচ এ বিষয়ে পুলিশ কেন প্রতিবাদ করে না? সে কারণে পুলিশ সদর দপ্তরে হামলা করে পুলিশ হত্যা করা হবে বলেও উল্লেখখ করা হয়েছে।

এদিকে, শাহবাগ থানার সাধারণ ডায়েরিতে মাওলানা মো. সাইফুল ইসলামের সই করা বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর পাঠানো এক চিঠিতে অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি আতঙ্কের।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট