জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা টাইমস (www. bangla-times.com)- এ দেশের জেলা-উপজেলা ও বিশ্ববিদ্যায় পর্যায়ে সাংবাদিক নিয়োগ করা হবে।
আবেদনের প্রক্রিয়া-
জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যাল প্রতিনিধির জন্য ইমেইলে সাবজেক্টে নিজ জেলা-উপজেলার নাম, ও ক্যাম্পাস প্রতিনিধির জন্য (খালি থাকা সাপেক্ষে) সাবজেক্টে শিক্ষা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে আগ্রহী প্রার্থীরা সম্পূর্ণ জীবনবৃত্তান্ত ই-মেইল পাঠাতে হবে ([email protected]) এই ঠিকানায়।
বিদ্র: যারা ইতোমধ্যে প্রতিনিধি হিসেবে কাজ করছেন বা সংবাদ প্রেরণ করছেন তাদেরও পুনরায় জীবনবৃত্তান্ত (ভোটার আইডিসহ) প্রেরণ করার জন্য অনুরোধ করা হল।
ফোন- ০১৭১০-৭৪১৭৮৬
Leave a Reply