অস্ট্রেলিয়ায় বাজরিগর পাখির সাহায্যে আদিবাসী ভাষা সংরক্ষণে ভিন্ন এক উদ্যোগ নেওয়া হয়েছে। উপনিবেশের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে অস্ট্রেলিয়ার আদিবাসী ভাষা। সম্প্রতি সে ভাষাগুলো সংরক্ষণে ভিন্ন উদ্যোগ নিয়েছেন আদিবাসী শিক্ষাবিদ ক্যাসি লিথ্যাম। বাজরিগর প্রজাতির একটি পাখিকে সাথে নিয়ে ভাষা সংরক্ষণের চেষ্টা চালাচ্ছেন তিনি।
বাজরিগর, কথা বলতে পারা এই পাখি যুক্তরাষ্ট্রে লিট্টল প্যারাকিট নামে পরিচিত। এছাড়া রয়েছে এর অসংখ্য নাম। বেশি দেখা যায় অস্ট্রেলিয়ার পূর্ব ও দক্ষিণ-পশ্চিম উপকূল অঞ্চলসহ বিভিন্ন বনাঞ্চলে। অনর্গল কথা বলতে না পারলেও স্মৃতিতে ধরে রাখতে পারে বেশকিছু শব্দ বা বাক্য।
কিন্তু বাজরিগর প্রজাতির মিস্টার বিকি নামের এই পাখিটি একদম আলাদা। কারণ এটি অস্ট্রেলিয়ার আদিবাসী ভাষা সংরক্ষণে সাহায্য করছে।
অস্ট্রেলিয়ার আদিবাসী শিল্পী ও শিক্ষাবিদ ক্যাসি লিথ্যাম বলেন, আদিবাসী ভাষায় কথা বলতে পারা মিস্টার বিকি। আমাদের ভাষাগুলো পুনরুজ্জীবিত করতে এটি সাহায্য করতে পারে কারণ এটি আদিবাসী ভাষা রপ্ত করেছে।
মিস্টার বিকি কেবল আদিবাসী ভাষা বলতে পারে তা নয়, ভিক্টোরিয়ার স্কুলে নিজের জ্ঞানও শেয়ার করছে সে। এমনকি আদিবাসীদের পরিচয় নিয়েও জানে মিস্টার বিকি।
ক্যাসি লিথ্যাম আরও বলেন, শুরুতে তারা বিশ্বাসই করছিলো না যে, একটি পাখি এতো কথা বলতে পারে। এমনকি আদিবাসী ভাষাও বলছে খুব সহজেই। যা তাদেরকে খুব অবাক করেছে। তারা আরও শুনতে চায়।
আদিবাসী এই শিক্ষাবিদ বলেন, গায়ের রঙের কারণে নিজ পরিচয় নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাকে। তার আশা, ছোট পাখি হলেও, স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের জন্য বড় প্রভাব ফেলবে মিস্টার বিকি।
Leave a Reply