ছয়দিনে মেলায় নতুন বই প্রকাশিত হয়েছে ৪২৪টি। এর মধ্যে ছোট গল্পের বই প্রকাশিত হয়েছে ১৮টি। ছোটগল্পে পাঠকের আগ্রহ না থাকাই এর কারণ বলে মনে করা হচ্ছে।
সেইসাথে অভাব রয়েছে দক্ষ লেখকেরও। তারপরও মেলায় চলছে বেশ কিছু নতুন ও পুরনো ছোটগল্পের বই। প্রকাশকরা বলছেন সমঝদার পাঠক তৈরির দায়িত্ব লেখকদেরই।
পাঠক সমাবেশ থেকে বের হওয়া শাহাদুজ্জামানের রচনাসংগ্রহ ১, হরিশংকর জলদাসের প্রান্তজনের গল্প এবং শহীদুল জহিরের গল্পসমগ্র ভালো চলছে বইমেলায়। মেলার ৬ দিনে এই বইগুলোর বিক্রিও হয়েছে ভালো।
লেখকরা বলছেন, সময় কম লাগে বলে ছোটগল্পের প্রতি পাঠকের আগ্রহ রয়েছে। দিন দিন বাড়ছে পাঠক। পাঠকরা বলছেন, ছোটগল্পের স্বাদ অন্য কিছুতে পাওয়া যায় না।
তবে প্রকাশকরা জানালেন, ছোটগল্প প্রকাশের সংখ্যা খুবই কম। লেখকরাই আগ্রহী নয় ছোটগল্প প্রকাশে। সাহিত্যকে সমৃদ্ধ করতে ছোটগল্পের জুড়ি নেই। মেলায় নতুন প্রকাশিত ছোটগল্পগুলোর পাশাপাশি চাহিদা রয়েছে পুরনো গল্পের নতুন সংকলনেরও।
Leave a Reply