ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় সিঁধ কেটে ঘরে ঢুকে মা ও দুই সন্তানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। উপজেলার শরীফপুর ইউনিয়নের খোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা তিনজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে জেলা সদর জেনারেল হাসপাতালে পাঠায়।আহতরা হলেন- মনির হোসেনের স্ত্রী আকলিমা (৩৫), তার দুই সন্তান মোহাম্মদ (৮) ও মারিয়া (৬)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,মনির মিয়া ইটভাটা শ্রমিক। গ্রামের অন্য বাড়িঘর থেকে মনির মিয়ার বাড়িটি কিছুটা দূরে। সেখানে চার চালা টিনের ঘর ও মেঝে কাঁচা অবস্থায় আছে। ইট তৈরির মৌসুম থাকায় তিনি ভাটায় আছেন।বাড়িতে শুধু তার স্ত্রী ও দুই শিশু সন্তান।
বুধবার রাতের কোনো এক সময় ঘরের সিঁধ কেটে ভেতরে ঢুকে মনিরের স্ত্রী ও দুই শিশু সন্তানকে এলোপাতাড়ি কুপিয়ে রেখে যায় দুর্বৃত্তরা। সকালে এলাকাবাসীর খবর পেয়ে এসে দেখি তিনজন রক্তাক্ত ও অচেতন অবস্থায় বিছানায় পড়ে আছে। তাদের দ্রুত স্থানীয়দের দিয়ে জেলা সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সুজন বাংলা টাইমসকে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘরে সিঁধ কেটে এ ঘটনা ঘটানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুরির উদ্দেশে দুর্বৃত্তরা এ হামলা চালায়। ঘটনাটির তদন্ত চলছে।
Leave a Reply