হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নম্বর ওয়ার্ডে সদস্যপদে দুই প্রার্থী সমপরিমাণ ভোট পাওয়ায় এ ওয়ার্ডে পুনরায় নির্বাচন হবে আগামীকাল বুধবার।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। গত বছরের ২৯ ডিসেম্বর শায়েস্তাগঞ্জ উপজেলার ২টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ওয়াহিদ মিয়া ও শেখ কামাল মিয়া প্রতিদ্বন্দ্বিতা করেন। বিশাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছিল।
ভোট গণনায় দেখা যায়, ওয়াহিদ মিয়ার মোরগ প্রতীক ও শেখ কামাল মিয়ার তালা প্রতীকে সমপরিমাণ ৩২৪ ভোট পড়েছে। এরপর ওই দুই প্রার্থীর মধ্যে পুনরায় ভোটের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, ১লা ফেব্রুয়ারি ২০২৩ সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সেখানে ভোটগ্রহণ হবে।
Leave a Reply