1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
মসজিদে বোমা হামলা, মৃত্যু বেড়ে ৭২ জনে - বাংলা টাইমস
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৩:০৫ অপরাহ্ন

মসজিদে বোমা হামলা, মৃত্যু বেড়ে ৭২ জনে

বাংলা টাইমস ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

পাকিস্তানের পেশোয়ারে পুলিশ লাইনস এলাকার ভেতর একটি মসজিদে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ জন হয়েছে বলে আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যম। সোমবার (৩০ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে যখন বোমার বিস্ফোরণ ঘটে তখন সেখানে জোহরের নামাজ চলছিল। বিস্ফোরণে দোতলা মসজিদটির একটি অংশ ধসে পড়েছে। পুলিশ সদরদপ্তরের কাছের ওই মসজিদে যাওয়ার পথে কড়া পাহারার ব্যবস্থা ছিল।

 

এখনো এই হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে এর সঙ্গে পাকিস্তান তালেবানের সম্পর্ক রয়েছে বলে জানিয়েছে বিবিসি। গত বছর নভেম্বরে পাকিস্তান তালেবানের যুদ্ধবিরতি শেষ হয়। তারপর থেকে দেশটিতে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়ে গেছে।

এ হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ‘‘যারা পাকিস্তানের সুরক্ষায় দায়িত্ব পালন করছেন তাদের হামলার লক্ষ্যবস্তু বানিয়ে সন্ত্রাসীরা দেশ জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে।”

পেশোয়ারে এই হামলার আগে গত মাসে পাকিস্তানের উত্তর-পশ্চিমে একটি পুলিশ স্টেশনে একই ধরণের একটি হামলা হয়। যার প্রেক্ষিতে হওয়া সন্ত্রাস বিরোধী অভিযানে ৩৩ জঙ্গি মারা যায়।

হামলাটি আত্মঘাতী ছিল বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন পেশোয়ারের পুলিশ প্রধান মুহাম্মদ ইজাজ খান। হামলায় আরো অনেকে আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকে অবস্থা গুরুতর বলেও জানান তিনি।

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট