1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
'বইমেলায় থাকবে তিন স্তরের নিরাপত্তা' - বাংলা টাইমস
বুধবার, ২২ মার্চ ২০২৩, ১০:০৬ পূর্বাহ্ন

‘বইমেলায় থাকবে তিন স্তরের নিরাপত্তা’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, বই মেলায় অতীতের মতো যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে এ জন্য বাড়তি নজরদারি ছাড়াও সার্বিকভাবে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে বলেও জানান তিনি।

 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে এসে সোহরাওয়ার্দী উদ্যানে স্থাপিত অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুমের সামনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, মেলায় ঢোকা ও বের হওয়ার আলাদা গেট থাকবে। সবাইকে নিরাপত্তার স্বার্থে আর্চওয়েও মেটাল ডিটেক্টর দ্বারা তল্লাশির মাধ্যমে মেলায় প্রবেশ করতে হবে। এছাড়া ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের গেট দিয়ে গাড়ি নিয়ে ঢোকার ব্যবস্থা থাকবে। শাহবাগ, পলাশীর মোড়, বইমেলা প্রাঙ্গণে পর্যাপ্ত সিসি ক্যামেরা থাকবে। কন্ট্রোল রুম থেকে সব সময় পর্যবেক্ষণ করা হবে। সাইবার টিম পর্যবেক্ষণ করবে।

খন্দকার গোলাম ফারুক জানান, কারো ওপর কোনো হামলার শঙ্কা নেই। লেখক বা প্রকাশক নিরাপত্তার ঝুঁকিতে থাকলে পুলিশকে জানালে নিরাপত্তা দেওয়া হবে। কেউ উসকানিমূলক বই বের করলে সংশ্লিষ্টরা বিষয়টি দেখবে।

তিনি জানান, মেলায় অগ্নিনির্বাপণ ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও থাকবে। ডিএমপি জানায়, পর্যাপ্ত সংখ্যক সাদা পোশাকে ও ইউনিফর্মে পুলিশ ডিউটিতে নিয়োজিত থাকবে। স্ট্যান্ডবাই থাকবে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড। একাধিক ওয়াচ টাওয়ার দিয়ে পর্যবেক্ষণ করা হবে পুরো এলাকা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট