1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
স্থলবন্দরে কর্মবিরতি,আমদানি-রপ্তানি ব্যাহত - বাংলা টাইমস
বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৯:২১ পূর্বাহ্ন

স্থলবন্দরে কর্মবিরতি,আমদানি-রপ্তানি ব্যাহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরেও চলছে সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মবিরতি কর্মসূচি। এর ফলে ব্যাহত হচ্ছে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।

 

সোমবার (৩০ জানুয়ারি)সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কোনো পণ্যবোঝাই ট্রাক ভারতে প্রবেশ করেনি। এসময় স্থলবন্দরে আটকা পড়েছে মাছসহ বিভিন্ন পণ্যবোঝাই ট্রাক।

ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টস অ্যাসোসিয়েশনের ডাকে চলা এ কর্মবিরতি আগামীকাল মঙ্গলবার (৩১জানুয়ারি)পর্যন্ত চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

এ ব্যাপারে আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফার সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সতত্যা নিশ্চিত করে বাংলা টাইমসকে বলেন,জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক মৌলিক অধিকার পরিপন্থী কাস্টমস এজেন্টস লাইসেন্সিং বিধিমালা-২০২০ এবং পণ্য চালান শুল্কায়নে এইচএস কোড ও সিপিসি নির্ধারণে প্রণীত বিতর্কিত আইন বাতিলের দাবিতে সারা দেশেই কর্মবিরতি চলছে।

এব্যাপারে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ স্বপন চন্দ্র দাস জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই দুই দিন ইমিগ্রেশন দিয়ে দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট