চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে ৮টি মামলায় ২৮হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩০ জানুয়ার) উপজেলার জোটপুকুর পাড় ও কানুনগোপাড়ায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন।
তিনি জানান, সড়কের ফুটপাতে ইট, কাঠ, বালুসহ মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টি করায় স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ অনুযায়ী জোটপুকুর পাড়ের খাজা অটোরাইজ মিলকে ৫ হাজার টাকা, মাহিম স্টীলকে ২ হাজার টাকা, কানুনগোপাড়ায় ব্যবসায়ী মিলন বৈদ্যকে ৫ হাজার টাকা, মো. রিয়াদকে ২ হাজার টাকা, সুভাষ দত্তকে ২ হাজার টাকা ও অমল চৌধুরীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ড্রাইভিং লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ট্রাক চালক মো. সেলিমকে ২ হাজার ও মো. শাহেদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Leave a Reply