রাজধানীর কামরাঙ্গীরচর হাসান বাগ সিলেটিবাজার এলাকায় একটি ভবনের ছাদ থেকে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শিশুরা হলো- আব্দুর রহিম (৯) ও তার মামাতো বোন লামিয়া (৫)।
স্বজনরা জানায়, রহিমের বাবার নাম রোমান মিয়া। আর লামিয়ার বাবার নাম রাশেদ মিয়া। শিশু দুটির পরিবারই ওই এলাকায় বোরহান মিয়ার ৫তলা বাড়িটিতে ভাড়া থাকে। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায়।
রোমান মিয়া জানান, সন্ধ্যায় বাড়ির ছাদে বেশ কয়েকটি শিশু খেলছিল। তবে ছাদে কোনো রেলিং নেই। হঠাৎ দুইজন একসাথে সেখান থেকে নিচে পড়ে যায়। শুনতে পেয়ে ভবনের নিচ থেকে তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
Leave a Reply