1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
দুইমাসে শীতজনিত রোগে ৯৫ জনের মৃত্যু - বাংলা টাইমস
বুধবার, ২২ মার্চ ২০২৩, ১০:১৭ পূর্বাহ্ন

দুইমাসে শীতজনিত রোগে ৯৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

সারাদেশে দুই মাসে শীতজনিত রোগে ৯৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এবং কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

 

তাতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে শ্বাসতন্ত্রের সংক্রমণে ৫৭৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ২০২২ সালের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ২৪ জানুয়ারি পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ হাজার ৮২১ জন। এসময়ে এই রোগে মোট ৯২ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, গত একদিনে সারাদেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪২৭ জন। এ নিয়ে গত বছরের ১৪ নভেম্বর থেকে ২০২৩ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৬৫ হাজার ৯৪৫ জন। একই সময়ে এই রোগে মোট ৩ জনের মৃত্যু হয়েছে।

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট