চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলম বাসের ধাক্কায় মো. নোমান হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে দৌলতপুর (কেপিজেড) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নোমান বড়উঠান দৌলতপুর গ্রামের আব্দুর রব কন্টাক্টের বাড়ির মৃত মো. ইউনুসের ছেলে। সে স্থানীয় দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় মহিলা ইউপি সদস্য জোবেদা আক্তার মিতু জানান, ছেলেটা সাইকেল চালিয়ে দৌলতপুর কেপিজেডে যাচ্ছিল হঠাৎ দ্রুত গতিতে আসা এস আলম বাস (চট্টমেট্টো -ব ১১-১৫৮৬) গাড়িটি ধাক্কা দিলে সাথে সাথেই মাটিতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
ঘটনার পরপরই স্থানীয়রা বাসটিকে জব্দ করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে, এ ঘটনার পর ওই গ্রামের কয়েক হাজার জনতা সড়কটি অবরোধ করে বিক্ষোভ করেছে। প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ শেষে বিক্ষুব্ধ জনতা সড়ক ছেড়ে ফিরে যান।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply