ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) উপ-নির্বাচনে বিএনপি থেকে পদত্যাগ করা উকিল আবদুস সাত্তারের কলার ছড়ি পক্ষে ভোট চাইলেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলা সিরাজুল ইসলাম অডিটোরিয়াম স্বতন্ত্র প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূইয়া নির্বাচনী কর্মিসভা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নাজমুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সরাইল থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ঠাকুর রাব্বি পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি র, আ, ম উবায়দুল মোক্তাদির চৌধুরী, সংরক্ষিত সাংসদ ও সরাইল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ, স্বতন্ত্র প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূইয়া , জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল- মামুন সরকার,যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী মন্টু, সাবেক জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মঈন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান রতন, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান আনসারী, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজু।
সভায় প্রধান অতিথি বলেন, তারেক জিয়া উকিল আবদুস সাত্তার সাহেবের মত একজন প্রবিণ রাজনীতিবীদ মানুষের সাথে বেয়াদবি করেছে, তাই তার সমুচিত জবাব দিতে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল – আশুগঞ্জ) আসনের সকলকে কলার ছড়ি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আওয়ামী লীগের নেতা কর্মিদের আহবান জানান ।
Leave a Reply