যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বন্দুকধারীর হামলায় ১০ জন নিহত হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত দশটার দিকে লস অ্যাঞ্জেলেস থেকে ৮ মাইল দূরের মন্টেরি পার্কে এই ঘটনাটি ঘটে। পুলিশ বলেছে, সন্দেহভাজন হামলাকারী একজন পুরুষ।
এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা সেবিষয়ে নিশ্চিত তথ্য মেলেনি বলে জানিয়েছে বিবিসি। এসময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।
একজন প্রত্যক্ষদর্শী লস অ্যাঞ্জেলস টাইমস পত্রিকাকে বলেছেন, তিনজন লোক তার রেস্তোরাঁয় দৌড়ে এসে তাকে দরজা লক করতে বলে কারণ ঐ এলাকায় মেশিনগান হাতে একজন লোককে দেখা গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। চীনা নববর্ষকে কেন্দ্র করে এই পার্কে কয়েক হাজার মানুষ সমবেত হয়েছিল বলে জানিয়েছে বিবিসি। শনিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে উৎসব শেষ হয়।
Leave a Reply