মার্কিন নিষেধাজ্ঞার জাহাজ বাংলাদেশে না পাঠাতে মস্কোকে অনুরোধ করেছে ঢাকা। রোববার (২২ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, আমাদের কাছে তাজ্জব লেগেছে যে রাশিয়া জেনেশুনে নিষেধাজ্ঞা আছে-এমন একটি জাহাজের নাম পরিবর্তন করে পাঠিয়েছে। আমরা এটি আশা করিনি। আমরা আশা করি, রাশিয়া এখন নিষেধাজ্ঞা নেই-এমন একটি জাহাজে পণ্যগুলো পাঠাবে।’
আব্দুল মোমেন জানান, রাশিয়ার ৬৯টি জাহাজ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। এর বাইরে তাদের কয়েক হাজার জাহাজ আছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক বজায় আছে উল্লেখ করেন আব্দুল মোমেন বলেন, ‘আমরা রাশিয়াকে বলেছি, তাদের যেসব জাহাজের ওপর নিষেধাজ্ঞা আছে, সেগুলো ছাড়া অন্য যেকোনো জাহাজে পাঠাতে পারে। নিষেধাজ্ঞা আছে, এমন জাহাজ আমরা গ্রহণ করতে চাই না।’
নিষেধাজ্ঞার কারণে জাহাজটি বাংলাদেশ ও ভারতে পণ্য খালাস করে পারেনি বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম বাংলাদেশে পাঠানোর দায়িত্ব রাশিয়ার। সুতরাং তারাই ঠিক করবে সরঞ্জাম পাঠানোর প্রক্রিয়া।
Leave a Reply