অমর একুশে বই মেলার চলছে শেষ প্রস্তুতি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে ৬০৯ প্রতিষ্ঠানের ৮৫৮টি ইউনিট তৈরিতে ব্যস্ত নির্মাণ শ্রমিকরা। বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, মেলায় দর্শনার্থীদের কেনাকাটা ও চলাচল সহজ করতে ডিজিটাল দিকনির্দেশনাসহ বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া, শিশু চত্বরের পরিধিও বাড়ানো হচ্ছে।
এদিকে, এবার সশরীরে উপস্থিত হয়ে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২১ জানুয়ারি) দুপুরে বইমেলার কার্যক্রম পরিদর্শন শেষে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এ তথ্য জানান।
১ ফেব্রুয়ারি বিকাল ৩টার দিকে প্রধানমন্ত্রী মেলায় আসবেন। মেলা উদ্বোধন ও পরিদর্শনের পর বইমেলা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
প্রকাশকের চাহিদা অনুযায়ী নির্দিষ্ট নকশায় কাঠামো তৈরি হচ্ছে। একাধিক কাজ পাওয়ায় নির্ধারিত সময়ে শেষ করতে শ্রমিকও বাড়িয়েছেন অনেকে।
বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ডা. কে এম মুজাহিদুল ইসলাম বলেন, বাংলা একাডেমি প্রাঙ্গন ও সোহরাওয়ার্দী উদ্যানকে এবার ৪টি চত্বরে সাজানো হয়েছে। এছাড়া দর্শনার্থীদের সুবিধায় থাকছে ডিজিটাল দিক নির্দেশনা।
বইমেলা রবিবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯ টা এবং শুক্র ও শনিবার সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।
Leave a Reply