মুক্তিতে আর বাধা রইল না আলোচিত সিনেমা শনিবার বিকেলের। চার বছর সেন্সর বোর্ডে আটকে থাকার পর অবশেষে অনুমতি পেল মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত সিনেমাটি। শনিবার (২১ জানুয়ারি)সেন্সর বোর্ডের আপিল বিভাগ শুনানি শেষে বিষয়টি নিশ্চিত করে।
এছাড়াও সিনেমার পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী ফেসবুক পোস্টেও এ তথ্য নিশ্চিত করেন। এ খবরে উচ্ছ্বসিত সিনেমার পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী। তবে এ সংক্রান্ত লিখিত চিঠি এখনও হাতে পাননি বলে জানান তিনি।
শুনানিতে সিনেমার নির্মাতা–প্রযোজকের বক্তব্য শোনেন আপিল কমিটির সদস্যরা। এরপর সিনেমাটি নিয়ে মতামত দেন, সিনেমাটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তিতে কোনো বাধা নেই।
২০১৬ সালে রাজধানীর গুলশানে হোলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনার ছায়া অবলম্বনে ‘শনিবার বিকেল’ নির্মাণ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী।
শনিবার বিকেল’ সিনেমায় অভিনয় করেছেন ফিলিস্তিনের অভিনেতা ইয়াদ হুরানি, ইউরোপের এলি পুসো, সেলিনা ব্ল্যাক, বাংলাদেশি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, মামুনুর রশীদ এবং ভারতের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়সহ অনেকে। সিনেমাটি বাংলাদেশ, ভারত ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত।
এদিকে আগামী ৩ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পাচ্ছে হোলি আর্টিজানের ঘটনাকে ঘিরে সিনেমা ‘ফারাজ’। বলিউডের ‘ফারাজ’ মুক্তির আগে অথবা একইদিন মুক্তির প্রত্যাশা করছেন শনিবার বিকেলের পরিচালক।
Leave a Reply