ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মহাসড়কের পাশের খাদে সোহেল মিয়া (১২) নামে এক শিশুর গলা ও হাতকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি)বিকেল বাড়িউড়া বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশের খাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সোহেল মিয়া সরাইল সদরের সৈয়দটুলা এলাকার শামসু মিয়ার ছেলে।
নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আসলাম হোসাইন বাংলা টাইমসকে বলেন, সোহেল ব্যাটারিচালিত অটোরিকশা চালাতো।বুধবার অটোরিকশা নিয়ে বের হলে রাত ৮টার পর সোহেলের সঙ্গে পরিবারের সদস্যরা আর যোগাযোগ করতে পারেনি।আজ বৃহস্পতিবারও তাকে বিভিন্ন জায়গায় খুঁজে পায়নি। সন্ধ্যায় বাড়িউড়ায় মহাসড়কের পাশে খাদে তার মরদেহটি পাওয়া যায়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশু সোহেলকে হত্যার পর এখানে ফেলে যাওয়া হয়েছে। তার অটোরিকশাটি পাওয়া গেছে।হত্যার রহস্য উদঘাটনে তদন্ত করা হচ্ছে।মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply