ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উৎসব মুখর পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবের আওতায় উপজেলার প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনেই নতুন বই তুলে দেয়া হয়।
এ উপলক্ষে রোববার(১জানুয়ারি)সকালে উপজেলার চান্দুরা সাতগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে উপজেলা প্রশাসন ও উপজেলার শিক্ষা অফিস আয়োজিত বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এইচ.এম ইরফান উদ্দিন আহমেদ, সাতগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জনাব বিকাশ কমল রায়ের সভপতিত্বে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাইয়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার শাহনেওয়াজ পারভীন এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো.মানিক ভূইয়া প্রমুখ।
বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা।বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে বছরের প্রথম দিনে সারাদেশের মতো বিজয়নগর উপজেলায় উৎসবমুখর পরিবেশে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।সকল শিক্ষার্থীরা এর সুফল ভোগ করছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১০০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১৫০টি কিন্ডার গার্টেন স্কুলে উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।
বছরের শুরুর দিনে নতুন বই হাতে পেয়ে উৎসবে মেতে উঠেছে উপজেলার সবক’টি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, বছরের প্রথম দিনেই বই হাতে পেয়ে তারা খুবই আনন্দিত, বইয়ের নতুন ঘ্রাণ নিয়ে নতুন উদ্যোমে পরা লেখা করে মানুষের মতো মানুষ হওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন।
Leave a Reply