আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । বাংলা বিভাগের জন্য জনবল নেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: সিনিয়র সাংবাদিক (ডিজিটাল), বিবিসি বাংলা
আবেদনের যোগ্যতা: বাংলাদেশের গণমাধ্যমে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। একইসঙ্গে বাংলাদেশ, এশিয়া এবং আন্তর্জাতিক সংবাদ ও সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল। উভয় ভাষায়ই লিখিত ও মৌখিক যোগাযোগে দক্ষ হতে হবে। তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করে কনটেন্ট তৈরিতে পারদর্শী হতে হবে। পাশাপাশি সেসব কনটেন্ট দর্শক-পাঠকের সামনে সাবলীলভাবে উপস্থাপন করতে হবে।
এছাড়া দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ও ব্রেকিং নিউজ কভার করার মানসিক ও অভিজ্ঞতা থাকতে হবে। ডিজিটাল ফরমেটে নিউজ এডিটিংয়ে দক্ষতা থাকতে হবে। এমনভাবে তৈরি করতে হবে, যাতে দর্শকের কাছে স্পষ্টভাবে পৌঁছাতে পারে। যেকোনো বিষয়ে দ্রুত ও স্পষ্টভাবে লিখতে জানতে হবে। বাংলা সংবাদমাধ্যমে সাব এডিটর ও স্ক্রিপ্ট রাইটিংয়ের কাজে পূর্ব অভিজ্ঞতা থাকলে ভালো।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিবিসির ক্যারিয়ার বিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১ জানুয়ারি, ২০২৩ ইং তারিখ পর্যন্ত অ।
Leave a Reply