ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ১৬ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। এ সময় মাদকদ্রব্যবাহী একটি মিনি ট্রাক জব্দ করা হয়। মঙ্গলবার (৬ডিসেম্বর)বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার রাজমনী হোটেলের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার গাছাবাড়ি গ্রামের মোঃ সোহাগ (২৪) ও পঞ্চগড় জেলার সদর উপজেলার বসুনিয়াপাড়ার মোঃ মানিক(২৩)।
বুধবার (৭ ডিসেম্বর)সকালে র্যাব ভৈরব কার্যালয় থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply