সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ২০ কেজি গাঁজাসহ আমীর আলী (৩০), এমরান হোসেন সুমন (১৯), কালাম মিয়া (২০) নামের তিন যুবককে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার ধর্মপাশা সদর ইউনিয়নের মহদীপুর স্পীডবোড ঘাট থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ১নং ইউনিয়ন গাজীপুর হাপ্টার হাওর গ্রামের বাসিন্দা মৃত জিন্নাত আলীর ছেলে আমীর আলী (৩০), হারুন মিয়ার ছেলে এমরান হোসেন সুমন (১৯) ও পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার খাদে সালেঙ্গা গ্রামের বাসিন্দা মোঃ সাদেক মিয়ার ছেলে মোঃ কালাম মিয়া।
ধর্মপাশা থানা পুলিশ সূত্রে জানা যায়, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কয়েকজন মাদক ব্যবসায়ী গাঁজা নিয়ে সুনামগঞ্জ হইতে স্পীডবোড যোগে ধর্মপাশা আসিতেছে। পরে তারা অভিযান চালিয়ে ধর্মপাশা সদর ইউনিয়নের মহদীপুর স্পীডবোড ঘাট থেকে বিকেল সাড়ে তিনটার দিকে আমীর আলী (৩০), এমরান হোসেন সুমন (১৯), কালাম মিয়া (২০) নামের তিনজন ব্যক্তিকে ২০ কেজি গাঁজা ও একটি ব্যাটারি চালিত অটোরিক্সাসহ আটক করিয়া থানায় নিয়ে আসেন। পরে ধৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করিলে তাহারা জানায় মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকা হইতে ক্রয় করিয়া সুনামগঞ্জ জেলা ধর্মপাশা থানা এলাকা হয়ে নেত্রকোনা জেলার কলমাকান্দা থানা এলাকা হয়ে ঢাকা উদ্দেশ্যে যাইতেছিল।
ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন।
Leave a Reply