1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
সাড়ে ৩ কোটি শিশুর রক্তে মাত্রাতিরিক্ত সীসা - বাংলা টাইমস
বুধবার, ০৭ ডিসেম্বর ২০২২, ০৭:১১ পূর্বাহ্ন

সাড়ে ৩ কোটি শিশুর রক্তে মাত্রাতিরিক্ত সীসা

খুলনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

সীসা ০-৬ বছর বয়সী শিশুদের বেশি ক্ষতি করে থাকে। সীসা একটি শক্তিশালী নিউরোটক্সিন যা শিশুদের মস্তিষ্কে অপুরণীয় ক্ষতি করে। এর ফলে হার্ট, লিভার, কিডনিসহ পরিপাকতন্ত্র বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশের প্রায় ৩ কোটি ৬০ লক্ষ শিশুর রক্তে মাত্রাতিরিক্ত সীসার উপস্থিতি পাওয়া গেছে।

 

আন্তর্জাতিক সীসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে খুলনায় আলোচনা সভায় এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)-এর লিড প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. মাহবুবুর রহমান।

তিনি আরও বলেন, মূলত সীসার কারণে মাথাব্যাথা, মনোসংযোগ ব্যাহত হওয়া ছাড়াও স্নায়ু-বিষয়ক সমস্যা যেমন অস্থিরতা, খিঁচুনি, অবসাদগ্রস্থতা ইত্যাদি লক্ষণ দেখা দেয়।

খুলনা মেডিকেল কলেজের সম্মেলনকক্ষে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা- পিওর আর্থ এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

সিটি মেয়র বলেন, সাধারণ মানুষ বিশেষত শিশুদের জন্য সীসা মারাত্মক ক্ষতিকর। সীসা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা গ্রহণে স্বাস্থ্য বিভাগের দায়িত্ব নিয়ে কাজ করা উচিৎ।

স্বাস্থ্যকর নগরী গড়তে যেসব মাধ্যমে সীসা ছড়ানোর সম্ভাবনা আছে তা খুঁজে বের করতে উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ এবং এক্ষেত্রে গণসচেতনতা গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি ।

খুলনা স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. মো. মঞ্জুরুল মুরশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ, খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. দীন উল ইসলাম, উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ, ইউনিসেফের প্রধান মো. কাওসার হোসেন এবং পিওর আর্থ এর কান্ট্রি ডিরেক্টর মো. মাহফুজার রহমান।

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট