নোয়াখালীর সেনবাগে গাড়ী ভাংচুরের মামলার ওয়ারেন্ড ভুক্ত আসাামি কাজী জহিরুল ইসলাম মাসুদ কে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। সে স্থানীয় ভাবে জামায়াত সমর্থিত নেতা হিসেবে পরিচিত।
বুধবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার সেবারহাট বাজার থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত কাজী জহিরুল ইসলাম মাসুদ উপজেলার মোহাম্মদপুর ইউপির দক্ষিন রাজামারপুর গ্রামের মো.রফিক মিয়ার ছেলে ও মোহাম্মদপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সেনবাগ থানার মামলা ২০১৫ সালের গাড়ী ভাংচুরের মামলায় বিশেষ ক্ষমতা আইনের দায়ের ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি ছিল। বুধবার বিকালে তাকে বিচারিক আদালতের মধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply