1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
স্তন চুলকালে যা করবেন - বাংলা টাইমস
বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২, ০৭:৩৪ অপরাহ্ন

স্তন চুলকালে যা করবেন

বাংলা টাইমস ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ১২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রতিকী ছবি

এমন অনেকেই রয়েছেন, যাদের স্তন সারাক্ষণই চুলকায়। আর পাঁচজনের মাঝে স্তন ও স্তনবৃন্ত চুলকালে পরিস্থিতি গুরুতর অস্বস্তিকর হয়ে ওঠে! চিকিৎসকরা বলছেন, স্তন ও স্তনবৃন্ত যদি ঘনঘন চুলকোয়, তবে নিচে উল্লেখিত বিষয়গুলো থেকে সতর্ক থাকবেন।

 

ত্বকে একজেমা বা এক ধরণের ডার্মাটাইটিস হলে প্রদাহের কারণে স্তনবৃন্ত শুকিয়ে যাওয়া, স্তনে র‌্যাশ, লালচে দাগ এবং চুলকানির মতো সমস্যা হতে পারে।

আপনি যে ডিটারজেন্ট দিয়ে কাপড় কাচছেন, সেটি হয়তো আপনার ত্বকের সহ্য হচ্ছে না, তাই দেখা দিচ্ছে চুলকানি। আপনার ব্যবহারের পারফিউম থেকেও কিন্তু হতে পারে ত্বকের এলার্জি।

সিনথেটিক বা অন্য কোনও কৃত্তিম কাপড়ের তৈরি পোশাক পরা এড়িয়ে চলুন।

অত্যাধিক সাবানের ব্যবহার, উলের পোশাক পরলেও স্তনে র‌্যাশ, লালচে দাগ এবং চুলকানির মতো সমস্যা হতে পারে। বিশ্রাম নিন ও পর্যাপ্ত জল খান।

 

যদি দেখেন, স্তনবৃন্ত থেকে কোনও রকম কালচে বা হলদেতে পুঁজ বেরোচ্ছে, বা স্তনের আকার বদলে যাচ্ছে, তা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট