কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ আগামী ৫ জুলাই। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভাচুয়ালি অংশগ্রহণ করবেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
জানা যায়, আগামী ৫ জুলাই সকাল সাড়ে ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে কুমিল্লা সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন। শপথ অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে রবিবার (৩ জুলাই) বিকাল ৩টায় স্থানীয় সরকার বিভাগের সচিবের সভাপতিত্বে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, তৃতীয় দফায় অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন সাবেক মেয়র স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু।
Leave a Reply