বাংলাদেশ শিক্ষক সমিতির উদ্যোগে শনিবার (২ জুলাই) সকাল ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এক মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সারাদেশে শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদ এবং শতভাগ উৎসব ভাতা সহ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ দাবি, শিক্ষার মান উন্নয়ন বৈষম্য দূর করনের দাবিতে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিক্ষক সমিতির সদর উপজেলা শাখার আহ্বায়ক এ কে এম ইউসুফ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আজাদ আবুল কালাম, এম এ আজিজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক সাইফুদ্দিন কামাল, কানাইপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ শাজাহান, খলিলপুর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, নারান্দিয়া জয়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান, ঈশান ইনস্টিটিউশন স্কুলের প্রধান শিক্ষিকা লিপিকা সাহা, ফরিদপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, ইয়াকুব আলী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুর রহিম, হিতৈষী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক খলিলুর রহমান, সাহরুখ দিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জয়ন্ত কুমার বিশ্বাস প্রমুখ।
সভায় বক্তারা বাংলাদেশ শিক্ষক সমিতির ১১ দফা দাবি মেনে নেবার জন্য সরকারের নিকট আহ্বান জানান।
বক্তারা সারাদেশে শিক্ষকদের উপর নির্যাতন এর ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
Leave a Reply