২০২১-২২ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন ধান বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় ফরিদপুর সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।
শনিবার (২ জুলাই) সকাল ১১ টায় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলার ১২ টি ইউনিয়নের ৬০০ কৃষকের মাঝে ৫ কেজি করে ভিত্তি আমন ধান বীজ, ১০ কেজি করে এমওপি সার ও দশ কেজি করে ডিএপি সার বিতরণ করা হয়।
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আঃ রাজ্জাক মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে এ কৃষি উপকরণ বিতরণ করেন। এ সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন মিয়া, কৃষি সম্প্রসারন কর্মকর্তা জহির রায়হানসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply