1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
করোনায় আক্রান্ত অশ্বিন - বাংলা টাইমস
মঙ্গলবার, ২৮ জুন ২০২২, ১২:০০ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত অশ্বিন

বাংলা টাইমস ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এরফলে ইংল্যান্ড সফরে যেতে পারেননি তিনি। আগামী পহেলা জুলাই থেকে এজবাস্টনে স্থগিত হওয়া টেস্ট খেলবে ভারত ও ইংল্যান্ড।

 

করোনায় আক্রান্ত হওয়ায় ঐ টেস্টে অনিশ্চিত হয়ে পড়েছেন অশ্বিন। তবে কোভিড থেকে সেরে উঠলে সকল প্রটোকল মেনেই দলে যোগ দিবেন অশ্বিন। গত ১৬ জুন ইংল্যান্ডে পৌঁছে গেছে দলের অন্য সদস্যরা।

পিটিআইকে বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, ‘অশ্বিন দলের সাথে ইংল্যান্ডে যাননি, কারণ যাবার আগে কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হন অশি^ন। তবে আমরা আশাবাদী পহেলা জুলাই থেকে টেস্ট শুরুর আগেই সুস্থ হয়ে উঠবেন অশি^ন। তবে লিচেষ্টারশায়ারের বিপক্ষে অনুশীলন ম্যাচটি মিস করবেন।’

বর্তমানে ভারতের অন্যান্য ক্রিকেটাররা লিস্টারে রয়েছেন এবং বোলিং কোচ পরশ মামব্রে এবং ব্যাটিং কোচ বিক্রম রাঠোর তত্ত্বাবধানে অনুশীলন করছেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে একত্রে লন্ডনে পা রাখেন কোচ রাহুল দ্রাবিড়, ঋসভ পান্থ ও শ্রেয়াস আইয়ার। আজ লিচেষ্টার পৌঁছেছেন তারা।

২৪ জুন থেকে কাউন্টি দল লিচেষ্টারের বিপক্ষে চার দিনের অনুশীলন ম্যাচ খেলবে ভারত।
ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট শেষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ভারত।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট